নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কবিতা - ভালবাসা এইরকম

নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সোমবার, ২৩ জুন ২০২৫ প্রেমের কবিতা

    ভালবাসার লোকগুলো সব
    চলে যাচ্ছে।

    ফলে, চারদিকে তাকিয়ে
    ঝগড়া করবার মতো লোকও আমি আর
    খুঁজে পাই না।

    নিজেকে এখন একটু নিঃসঙ্গ মনে হয়।
    মুশকিল কী জানেন, একসময় তাদের সঙ্গেই আমার
    ঝগড়া চলত,
    যাদের আমি ভালবাসি।

    পরে পড়বো
    ২৭৬
    মন্তব্য করতে ক্লিক করুন