আমি তো বসেই আছি বহুক্ষণ থেকে।
যে-রকম নিত্য বসে থাকি।
যে-রকম নিত্য দেখি রোদ্দুরের পিছনে ছায়ার
ছুটে যাওয়া।
বাতাসের সামান্য ছোঁয়ায়
বৃদ্ধ অশথের ডালপালায় তুমুল আন্দোলন।
কিংবা যে-রকম
নিত্য শুনি জলের অস্ফুট কথা বলা।
যে-রকম
এইখানে নির্জন এই ঘাটের কিনারে
নিত্য কানে বাজে কারও ডাক।
আজও সেইরকম
বসে আছি বহুক্ষণ থেকে। কিন্তু তুমি
আজকেও এলে না।
অথচ কী জানি কেন মনে হয়, আজও মনে হয়,
তুমিই আমাকে ডেকেছিলে।
১
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন