নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কবিতা - খুকুর জন্য

নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ বিবিধ কবিতা

যার যেখানে জায়গা, যেন সেইখানে সে থাকে।
যা মনে রাখবার, যেন রাখে
নিতান্ত সেইটুকু।
খুকু,
ঘরে একটা জানলা চাই, বাইরে একটা মাঠ।
উঠোনে একটিইমাত্র কাঠ-
গোলাপের চারা
আস্তেসুস্থে বড় হোক, কিচ্ছু নেই তাড়া।
একদিন সকালে
নিশ্চয় দেখব যে, তার ডালে
ফুল ধরেছে। খুকু,
তার-কিছু তো চাইনি, আমি চেয়েছি এইটুকু।

পরে পড়বো
২২৮
মন্তব্য করতে ক্লিক করুন