কবিতা - কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রেমের কবিতা কবি, তুমি গদ্যের সভায় যেতে চাও? যাও। পা যেন টলে না, চোখে সবকিছুকে-তুচ্ছ-করে-দেওয়া কিছুটা ঔদাস্য যেন থাকে। যেন লোকে বলে, সভাস্থলে আসবার ছিল না কথা, তবুও সম্রাট এসেছেন। ♥ ০ পরে পড়বো ১৮০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন