নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কবিতা - শেষ প্রার্থনা

লেখক: নীরেন্দ্রনাথ চক্রবর্তী

জীবন যখন রৌদ্র-ঝলোমল,
উচ্চকিত হাসির জের টেনে,
অনেক ভালোবাসার কথা জেনে,
সারাটা দিন দুরন্ত উচ্ছ্বল
নেশার ঘোরে কাটল। সব আশা
রাত্রি এলেই আবার কেড়ে নিও,
অন্ধকারে দু-চোখ ভরে দিও
আর কিছু নয়, আলোর ভালোবাসা।

৯৫
মন্তব্য করতে ক্লিক করুন