যেহেতু যাইনি যুদ্ধে

নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ

যেহেতু যাইনি যুদ্ধে সশরীরে,
কাঁধে তুলে নিই নি বন্দুক,
তাই ঠিক বলতে পারি না
কখন থামবে যুদ্ধ, মুক্ত হবে ভূমি,
ঝিলের জলের পদ্ম, অঘ্রাণের রোদ,
বৃষ্টি, ফসলের জমি।

যেহেতু যাইনি যুদ্ধে সশরীরে,

সরাসরি সৈনিকের বেশে
অথবা গেরিলা সেজে শত্রুশিবিরের পাশে
ঘুরপাক করি নি কখনো,
তাই ঠিক বলতে পারি না
কবে শেষ হবে যুদ্ধ, মুক্ত হবে ভূমি।

যেহেতু যাইনি যুদ্ধে,
মুখোমুখি হই নি শত্রুর,
তাই ঠিক বলতে পারি না
শত্রু কি বন্ধুর জয়, প্রেম কি ঘৃণার।

সব দৃশ্য শান্ত করে কখন ফিরবো ঘরে,
কখন আবার মাটির বীণার পাশে
অন্ধকারে জ্বলে উঠবে ধূপ।
সর্বত্র কিশোর নদী, জীবনানন্দের
কুয়াশানিশ্চুপ দেশ ডেকে নেবে কাছে,
দেখবো হিজলকণ্ঠ, রাজপথে মেলা,
সৈনিকের শূন্য-তূণে নেমে আসা বেলা।
পিস্তলের নিভৃত কোঠায় শুধু প্রেম,
শুধু ভালোবাসা জমে আছে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন