নির্মলেন্দু গুণ

কবিতা - নিক্সনের জাহাজ

নির্মলেন্দু গুণ

ব্ৰজেন দাশের মতো দ্রুতগতি এক-একটি জাহাজ
হিংস্র তিমির মতো ধেয়ে আসছে সমুদ্রের জলে,
ট্রিসিয়া, তোমার জাহাজগুলোকে ফেরাও।

তুমি জানো না কী ভয়ঙ্কর এ জাহাজগুলো
আমার বুকের মধ্যে সরাসরি ঢুকে যেতে পারে,
যেখানে তোমার মতো সোনালি চুলের শস্য
বাংলার আকাশ ভরা শুভ্র-মেঘমালা।
ট্রিসিয়া, তোমার জাহাজগুলোকে ফেরাও।

আমাকে হত্যার জন্য কী দারুণ ষড়যন্ত্র,
কী ঘৃণ্য আয়োজন আমেরিকার গোপন বন্দরে,
একে একে পাঁচটি জাহাজ এসে গর্ভে তুলে
নিয়েছে সন্তান। ব্রজেন দাশের মতো দ্রুতগতি
এক-একটি জাহাজ ব্রজেনের হত্যাকারী হতে
হিংস্র তিমির মতো ধেয়ে আসছে সমুদ্রের জলে।

আমার বুকের মধ্যে তার উদ্ধত মৃত্যুর ছায়া,
আমার হৃদয়ের মধ্যে তার অবদমনের সদাজাগ্রত
ভীতিমূল, আমার জন্মভূমি হা-করা হাঙরের মুখে
তোমার চুলের মতো বারবার কেঁপে উঠছে।

ট্রিসিয়া, তোমার জাহাজগুলোকে
রেশমের চুলে বাঁধো।

২১৪
মন্তব্য করতে ক্লিক করুন