নির্মলেন্দু গুণ

কবিতা - অবরুদ্ধ বর্বরতা

লেখক: নির্মলেন্দু গুণ

কোন দিকে যাবে? উত্তরে পদ্মার জল,
উত্তাল তরঙ্গমালা ‘প্রতিশোধ, প্রতিশোধ’ বলে
ফেরাবে তোমাকে। দক্ষিণে সাগর ভরা ‘বিক্রান্ত’র
অসীম বিক্রম। সমস্ত নদীর মাছ প্রতিরোধে
হয়েছে জাহাজ….পালাবার পথ নেই জলে।

মাথার ওপর আকাশ অথবা পায়ের নিচের মাটি
কোনোটাই তোমার নয়, কেউ তোমাকে আশ্রয়
দেবে না; তোমাদের অপকীর্তির কবর থেকে
তোমরা আর উঠে আসতে পারবে না।

যারা স্বদেশের মাটির গভীরে ডুবে ছিল এতদিন,
অথবা তোমরাই যাদের পুঁতে রেখেছিলে;
তাদের কংকাল অধঃপতনের পাতালে
টানছে তোমাদের। টেনে নেবেই।

তুমি তো সেনিক নও, তুমি বর্বরতা, তুমি
যতই পোশাক খোলো তোমাকে সহজেই চেনা যায়।
তোমরা পালাতে পারবে না। মাথার ওপর থেকে
ভগবান তোমাদের কাঁধে মৃত্যু ছড়াচ্ছেন,
যে মৃত্যু কেবল বর্বরতাকেই স্পর্শ করে, হত্যা করে।

কোন্ দিকে যাবে? কোথায় পালাবে তুমি?
পূর্বে নিশ্চিত সূর্য, পশ্চিমে শত্রুর সীমান্তে অবরোধ,
বাংলাদেশে বর্বরতার নিশ্চিত কবর।

১৫৯
মন্তব্য করতে ক্লিক করুন