পরমায়ু

নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ

চতুর্দিকে তৈরি হচ্ছে পথ-ঘাট, বাড়ি-ঘর,
পথ মোড়ে শহীদ মিনার, গোলপার্ক,
প্রেমের কবিতা। চতুর্দিকে জীবনের গান।
বেঁচে থেকে সুখ-দুঃখ, দালানের ওপাশে দালান।

যেন আমি চিরকাল বেঁচে থাকবো,
যেন বা মানুষ ভালোবেসে চিরকাল
লীলার চোখের মতো বেঁচে থাকবে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন