প্রথম অতিথি

নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ

এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি,
মুহুর্তে সবুজ ঘাস পুড়ে যায়,
ত্রাসের আগুন লেগে লাল হয়ে জ্বলে উঠে চাঁদ,
নরম নদীর চর হা করা কবর হয়ে
গ্রাস করে পরম শত্রুকে,
মিত্রকে জয়ের চিহ্ন, পদতলে প্রেম,
ললাটে ধুলোর টিপ এঁকে দেয় মায়ের মতন,
এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি।

নদীর জলের সঙ্গে মানুষের রক্ত মিশে আছে,
হিজল গাছের ছায়া বিপ্লবের সমান বয়সী
রূপসী নারীর চুল ফূল নয়,
গুচ্ছ গুচ্ছ শোকের প্রতীক,
এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি,
কখনো দেখেনি কেউ ।
বাতাস – বাতাস শুধু নয়
ত্রিশ লক্ষ মানুষের দীর্ঘশ্বাসময়
আকাশ – আকাশ শুধু নয়
এরকম বাংলাদেশ, বাংলাদেশ নয়।

এখানে প্রানের মুল্যে নদীর জলের মধ্যে
আসে বান, টর্পেডো, টাইফুন, ঝড়
কালবৈশাখীর দুরন্ত তুফান
কোকিল – কোকিল শুধু নয়
পাখি শুধু পাখি নয় গাছে
বাউলের একতারা, উরুর অস্থির মতো
যেন আগ্নেয়াস্ত্রে বারুদের মজ্জা মিশে আছে ।

আজকাল গান শুধু গান নয়
সব গান অভিমান
প্রানের চিৎকার বলে ক্রুদ্ধ মনে হয়
এরকম বাংলাদেশ কখনো দেখেনি কেউ
তুমিই তার প্রথম অতিথি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৬১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন