পুনরুদ্ধার
নির্মলেন্দু গুণ
কালোবাজারী আর দুষ্কৃতকারী মানুষের খোঁজে
ঘরে-ঘরে হানা দিলো রক্ষী-পুলিশ।
সিগারেট, অস্ত্রশস্ত্র, হাইজ্যাক-করা গাড়ি
পাওয়া গেলো কিছু কিছু, কিছু কিছু খারাপ মানুষ
হলো জোড় হাত। শুধু সেই লক্ষ্মীমন্ত নারী তার
বুক থেকে খসে-যাওয়া হারানো বোতাম খুঁজে
পেলো না কোথাও। শুধু সেই পিতা তাঁর একমাত্র
ছেলেকে পেলো না, যে-তরুন অস্ত্র হয়ে
একদিন ঘর ছেড়েছিল।
ঘরে-ঘরে হানা দিলো রক্ষী-পুলিশ।
সিগারেট, অস্ত্রশস্ত্র, হাইজ্যাক-করা গাড়ি
পাওয়া গেলো কিছু কিছু, কিছু কিছু খারাপ মানুষ
হলো জোড় হাত। শুধু সেই লক্ষ্মীমন্ত নারী তার
বুক থেকে খসে-যাওয়া হারানো বোতাম খুঁজে
পেলো না কোথাও। শুধু সেই পিতা তাঁর একমাত্র
ছেলেকে পেলো না, যে-তরুন অস্ত্র হয়ে
একদিন ঘর ছেড়েছিল।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন