কবিতা - স্মৃতির মিনার

এন আর ইউসুফ
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ দেশাত্মবোধক কবিতা

কবিতা
\\\”স্মৃতির মিনার\\\”
লেখক NR Yusuf.

যখন আমি শহিদ মিনারের পাশে দাঁড়ায়,
তখনই ১৯৫২ সালের কথা মনে পড়ে যায়।
১৯৫২ সাল,
বাঙালিরা মনে রাখবে চিরকাল।
মনে পড়ে যায় ঢাকার রাজপথের কথা।
যেখানে জমে আছে শত মায়ের হৃদয়ের ব‍্যাথা।
ইতিহাস আছে সাক্ষী।
আমারা তাদের মনে রেখেছি কি?
মনে হচ্ছে আমি আজও দেখতে পাচ্ছি তাজা প্রাণ গুলি।
মিছিলের সামনে জব্বার, সালাম, রফিক,
বরকত, ওহিউল্লাহ, শফিক।
চোখের সামনে ভেসে উঠেছে তাদের মুখ গুলি।
আমি শুনতে পাচ্ছি তাদের সেই স্লোগান
\\\” রাষ্ট্র ভাষা বাংলা চাই \\\”
যেন কেউ বাহিরে গেয়ে যাচ্ছে ফেব্রুয়ারির গান।
আজও সেই আওয়াজ বাতাসে ভেসে বেড়াচ্ছে।
বার বার সেই স্লোগান শুনতে ইচ্ছে করছে।
মন বলছে তাদের সঙ্গে মিছিলে যোগ দিয়ে।
আওয়াজ তুলি কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে –
\\\” রাষ্ট্র ভাষা বাংলা চাই \\\”
কিন্তু তারা চলে গেছে না ফেরার দেশে।
স্মৃতি হয়ে আছে আজও স্মৃতির মিনারে

উৎসর্গ সকল ভাষা শহিদদের

পরে পড়বো
৩৩৯

প্রকাশিত মন্তব্য গুলো

  1. আশা করি কবিতাটি সবার ভালো লাগবে

মন্তব্য করতে ক্লিক করুন