আমার চাওয়া ছিল তুমি বাঁচো কিছুকাল। কিছুদিন থেকে যেও আমার কাছে।
আমার তো স্বার্থ আছে, তুমিও স্বার্থপর হইও, আর কিছুকাল থেকে যেও, প্রাণিজুরে।
মনটিও তুমি নিলে , ভাবনাতেও তুমি ছিলে।
আমি তো তোমারি হবো, তুমিও আমারই হই।
আর কিছুদিন থেকে যেও, ওই দেখো আসছে কারা তারা তো তোমার কথায় দেবে না সারা।
আমি বলি তারা কার, এখন ওরা তোমায় দেবে তারা। তুমিও দিও না ওদের ডাকে সারা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন