পাবলো নেরুদা

কবিতা - প্রেমের কবিতা- ১৭ (আমার জানা নেই)

পাবলো নেরুদা
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ প্রেমের কবিতা

আমার জানা নেই—
কীভাবে, কোথায়, কখন তোমাকে ভালোবেসে ফেলেছি:
শুধু জানি, কোনো সংশয় ছাড়াই তোমাকে ভালোবাসি আমি
ভালোবাসি আমিত্বের বাইরে গিয়ে,
তোমাকে ভালোবাসি—
কেননা এছাড়া আর কোনো পথ জানা নেই আমার।

এতোটাই নিকটবর্তী আমরা
যেন আমার বুকের ওপর তোমার ওই হাত, আমারই হাত
এতোটাই নিকটবর্তী আমরা
যেন তোমার দুচোখ বন্ধ হয়ে যায়, যখন ঘুমিয়ে পড়ি আমি।

পরে পড়বো
১৮৯
মন্তব্য করতে ক্লিক করুন