পার্থ বসু

কবিতা - কেনো মনে পড়ে

পার্থ বসু
বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ বিরহের কবিতা

আমি তো ভালোই আছি -তবু কেন বেদনা আসে,,
যা কিছু ভুলে গেছি আজ তা কেন চোখে ভাসে।

দুর্গম নির্জন বহু পথ পেরিয়ে আজ আমি এসেছি যে হেথা,
তবু কেন পিছু ডাকে মোরে,কেন মনে পড়ে যায় পুরনো সে কথা।

মনে পড়ে যায় কোনো এক চৈত্র মাসের জ্যোৎস্নার রাতে,,
ইছামতীর পাড়ে দাঁড়িয়ে কথা হয়েছিল কারো সাথে।

মনে পড়ে যায় কোন এক শ্রাবণের স্নিগ্ধ রাতে,, ঝির ঝির বৃষ্টিতে ভিজে ছিলাম দুজনে একসাথে।

মনে পড়ে যায়- কেহ একদিন তার প্রেমের গোপন চিঠি দিয়ে ছিল মোরে,,
এসে ছিলো বসন্ত সেদিন,আবার হারিয়ে ও গেল কোনো বৈশাখী ঝড়ে।

ভালবেসে মোর কাছে এসেছিল যারা,,
সব ছিল দু দিনের অতিথি যে তারা।

একে একে সবই যে হারিয়ে গেল, জানা অজানা বহুদূরে,,
জানিনা আজ শুধু সেই স্মৃতি গুলো তবু কেন মনে পড়ে

পরে পড়বো
২৫
মন্তব্য করতে ক্লিক করুন