পার্থ বসু

কবিতা - খুঁজেছি তারে

পার্থ বসু
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা

ধুসর পাহাড়ে কভু,কভু বিস্তর সেই
বালুচরে,
আমি বারে বারে খুঁজেছি যে তারে।
খুঁজেছি আকাশের গায়ে ঐ মেঘের
সে দেশে,
কখনো নদীর তীরে ওই শ্রাবণের
সে মাসে।

কখনো বৃষ্টি ভেজা নীরব সে রাতে,
কখনো শিশির জমা শারদ সে প্রাতে।
খুঁজেছি তাকে পড়ন্ত বিকেলে সেই
চৈত্র দিনে ,,
কখনো ফাগুনে রাঙানো বনে সেই
ফুলেদের রঙে।

ওই আকাশ মিশেছে যেথা সেই
দিগন্ত পারে,
আমি বারে বারে খুঁজেছি যে তারে।
কখনো খুঁজেছি তাকে ঐ হাজার
মানুষের ভিড়ে ,,
কখনো খুঁজেছি চাঁদের কিরণ পড়া
সেই ভাঙ্গা ঘরে।

কখনো খুঁজেছি ঐ জ্যোৎস্না রাতের
পূর্ণিমা চাঁদে,
কখনো খুঁজেছি বাঁধ ভাঙা স্রোতের
নদীর সে বাঁধে।
খুঁজেছি তাকে নিরালা সে দুপুরে
সেই ফাঁকা মাঠে ,
কখনো খুঁজেছি নির্জনে একা সেই
পোড়ো ঘাটে ।

হাজার নক্ষত্রের মাঝে তাকে খুঁজেছি
ঐ অম্বরে,
স্বপ্নের মাঝে তাহার ই খোঁজে গিয়েছি
সেই তেপান্তরে।
কত স্বপ্ন সাজানো সেই হৃদয়ের নীড়ে,
আমি ঐ বারে বারে খুঁজেছি যে তারে।

খুঁজেছি পান্থ বাজিয়ে বাঁশি যাওয়ার
সেই বহু দূরে,
ফাগুন প্রেমের হওয়ায় কভু ওই ,কভু
বিষাদের সুরে।
কভু দুর্গম নিশীথের পথে ওই,কভু
সাগরের তীরে,,
বারে বারে আমি খুঁজেছি যে তারে,
খুঁজেছি তারে।।

পরে পড়বো
৬৫
মন্তব্য করতে ক্লিক করুন