নিঝুম রাত
নিঝুম রাত
পার্থ বসু

প্রকাশনা: অনুভূতি প্রকাশনী

প্রকাশক: অমর মিশ্র

প্রচ্ছদ শিল্পী: অনয় তালোধি

প্রকাশিত বছর: ২০২৫

সর্বশেষ প্রকাশ: ২০২৫

উৎসর্গ: যারা বাংলা সাহিত্য ও ভাষার সংগে যুক্ত এবং বিশেষ ভাবে পাঠকের প্রতি এই বইটি উৎসর্গ করা হলো।

মুখবন্ধ:-
কালের নিয়মে ছুটতে থাকে সময়,আর সময়ের সঙ্গে সঙ্গে ছুটতে থাকি আমরাও,, সেই সময়ের সাথে চলতে চলতে জীবন ঘটতে থাকে কতো ঘটনা জমা হতে থাকে মনের অন্তরে কত কথা। আবার কখনো হঠাৎ পিছনে তাকালে দেখতে পাই ফেলে এসেছি অনেক টা সময়, ফেলে এসেছি অনেক টা পথ,ফেলে এসেছি জীবনের অনেক কথা, মনের কোণে আজও জমা হয়েই চলেছে এক একটা স্মৃতির কথা।

যেমন শৈশবের কতো মধুর স্মৃতি, কখোনো বা প্রেমে র দারুণ অনুভূতি,কখনো আবার বিরহ বেদনায় ভরেছে আমাদের মন, আবার কেউ কেউ বা ছলনার শিকার ও হয়েছি কখোনো, কখোনো বা আবার কারও নিরাশায় ডুবে গেছে তরী,
আবার কখনও প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ হয়েছি আমরা,,
আবার কেউ ফেলে এসেছি সেই ছেলেবেলার ছোট্টো গ্রাম,ফেলে এসেছি সেই সব সোনালী দিন,
মনের কোণে সেই স্মৃতি গুলো বেঁধেছে বাসা,আর সেই সব স্মৃতি বিজড়িত ভাবনায় অন্তরে জমেছে যে কথা,সেই কথা দিয়ে গাঁথা মালা গুলো হলো এই ২৬ টি কবিতা ,,
আশা করি পাঠক প্রত্যেকটি কবিতা পাঠ করে মোহিত হবেন।।

পরে পড়বো
৫১
মন্তব্য করতে ক্লিক করুন