শিশু দের শৈশব চুরি করে ফোন,
চুরি করে মধুময় এই সোনা ক্ষণ।
সোনা রোদ ঝলমলে আকাশের নীল,
শিশুদের মন থেকে হচ্ছে বিলীন।
মাঠ ঘাট ফুল পাখি ওই ঘাস পাতা,
এই সব ভাবে না তো ভাবাই যে বৃথা।
ছুটা ছুটি হুড়োহুড়ি থেমে গেছে সব,
আজ চুরি যায় প্রতিদিন এই শৈশব।
আকাশের নীলে ঐ মেঘেদের মেলা,,
কল্পনায় নেই কোনো মেঘের সে ভেলা।
কিশলয় সেও শুধু ওই বইয়ের পাতায়,
প্রকৃতির উপলব্ধি নেই মনের খাতায়।
কাকা পিসি মামা মাসি প্রতিবেশী করা?,
ভালোই লাগে না কিছু ওই ফোন ছাড়া।
মাতা পিতা সেও ঐ ব্যস্ত যে ফোনে,
চুপ করো শিশু তুমি দেয় ফোন এনে।
আজ সবাই যে ব্যস্ত সময় সে কই?,
রিয়েল এ নয় কেহ রিল এ আছে ওই।
দেখ শিশুদের শৈশব চুরি যায় আজ,
ভেবে দেখো একবার এই যে সমাজ।
ভেবে দেখো সকলে নীরবে যে একা,
আগামী প্রজন্ম ওই হবে না তো বোকা?।
শিশু হলো ফুলের ঐ নতুন সে কুঁড়ি,
দিয়ো না গো হতে তার শৈশব চুরি।।

মন্তব্য করতে ক্লিক করুন