একদিন বদলে যাব
পারভেজ আহমেদ সাগর
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
স্রষ্টা যেদিন ভালবাসার দৃষ্টিতে চোখ রাখবেন,
রক্তক্ষরণে হৃদয়ের অপমৃত্যু তুমি দেখোনি,
হয়তো তুমি মুচকি হেসে বলবে ভালোবাসি,
নয়তো হারিয়ে যাবে কোন অজানা অচেনায়।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
যেদিন তুমি হৃদয়ের গহীনে অনুধাবন করবে,
বুঝবে আমি সত্যিই অনেক ভালবাসি তোমাকে,
তোমার হরিণ চোখে হয়তো সেদিন অশ্রু গড়াবে,
আমি মুছে দিবো হয়তো নয়তো তোমার রুমাল।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
তোমাদের মান অভিমান ভেঙে ধুলোয় গড়াবে,
অপেক্ষার প্রহর গুনে হৃদয় যেদিন পাথর হবে,
সেদিন আমার হৃদয়ে আর রক্তক্ষরণ হবে নাহ,
খুব আগ্রহে তোমাকে দেখার অপেক্ষা শেষ হবে।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
চুলে গোলাপ গুজার প্রত্যাশা যেদিন শেষ হবে,
ভীষণ ভালবাসার পরেও যেদিন কথা হবে নাহ,
মনে তীব্র চাপা কষ্ট যেদিন দরজায় কপাট দিবে,
কাছে পেয়ে যেদিন আর বলা হবে না ভালবাসি।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
কল-মেসেজ পাওয়ার অপেক্ষা যেদিন থাকবেনা,
যেদিন মোবাইল হাতে নেওয়া হবে না তেমন,
শুনা হবেনা তোমার বিরহে সাদা রঙের স্বপ্নগুলো,
আতঙ্কিত হয়ে তাকাতে হবে না আর বারান্দায়।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
পার্ক-রেস্তোরাঁয় চুটিয়ে প্রেম করার ইচ্ছা মরে যাবে,
মরে যাবে তোমাকে নিয়ে মনে আঁকা যত স্বপ্নেরা,
যে স্বপ্নগুলো রঙের ছোঁয়া পাওয়ার অপেক্ষায় ছিল,
তুমি তোমার মত হারাবে আর আমি আমার মত।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
তোমাকে নিয়ে ভ্রমণ করা হবে না পছন্দের জায়গা,
বিলের জলে করা হবেনা তোমাকে নিয়ে পোত স্নান,
শেওলা কেটে নৌকা চালিয়ে খাওয়ানো হবেনা ঢ্যাপ,
তুলে দেওয়া হবে না হলুদ মাখা কালো জলের ফুল।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব !
স্রষ্টা যেদিন ভালবাসার দৃষ্টিতে চোখ রাখবেন,
রক্তক্ষরণে হৃদয়ের অপমৃত্যু তুমি দেখোনি,
হয়তো তুমি মুচকি হেসে বলবে ভালোবাসি,
নয়তো হারিয়ে যাবে কোন অজানা অচেনায়।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
যেদিন তুমি হৃদয়ের গহীনে অনুধাবন করবে,
বুঝবে আমি সত্যিই অনেক ভালবাসি তোমাকে,
তোমার হরিণ চোখে হয়তো সেদিন অশ্রু গড়াবে,
আমি মুছে দিবো হয়তো নয়তো তোমার রুমাল।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
তোমাদের মান অভিমান ভেঙে ধুলোয় গড়াবে,
অপেক্ষার প্রহর গুনে হৃদয় যেদিন পাথর হবে,
সেদিন আমার হৃদয়ে আর রক্তক্ষরণ হবে নাহ,
খুব আগ্রহে তোমাকে দেখার অপেক্ষা শেষ হবে।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
চুলে গোলাপ গুজার প্রত্যাশা যেদিন শেষ হবে,
ভীষণ ভালবাসার পরেও যেদিন কথা হবে নাহ,
মনে তীব্র চাপা কষ্ট যেদিন দরজায় কপাট দিবে,
কাছে পেয়ে যেদিন আর বলা হবে না ভালবাসি।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
কল-মেসেজ পাওয়ার অপেক্ষা যেদিন থাকবেনা,
যেদিন মোবাইল হাতে নেওয়া হবে না তেমন,
শুনা হবেনা তোমার বিরহে সাদা রঙের স্বপ্নগুলো,
আতঙ্কিত হয়ে তাকাতে হবে না আর বারান্দায়।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
পার্ক-রেস্তোরাঁয় চুটিয়ে প্রেম করার ইচ্ছা মরে যাবে,
মরে যাবে তোমাকে নিয়ে মনে আঁকা যত স্বপ্নেরা,
যে স্বপ্নগুলো রঙের ছোঁয়া পাওয়ার অপেক্ষায় ছিল,
তুমি তোমার মত হারাবে আর আমি আমার মত।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব!
তোমাকে নিয়ে ভ্রমণ করা হবে না পছন্দের জায়গা,
বিলের জলে করা হবেনা তোমাকে নিয়ে পোত স্নান,
শেওলা কেটে নৌকা চালিয়ে খাওয়ানো হবেনা ঢ্যাপ,
তুলে দেওয়া হবে না হলুদ মাখা কালো জলের ফুল।
একদিন হয়তো নিঃসঙ্গতা নিয়েই বদলে যাব !
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন