নামাজ -কালাম পড়ি না আমি,
তোমরা ঘোষখোর ধার্মিকের দল,
তবে, তোমরা পাগল নও, আমিই পাগল।
দরিদ্রদের খবর রাখি না আমি,
রাখিনা পাড়া প্রতিবেশীদের খোঁজ,
আমি সত্যিই পাগল, বড্ডই অবুঝ।
তোমরা কৃপণ পরের হক মেরে গড়েছ অট্টালিকার পাহাড়,
আমি খুঁজি না অনাহারী আর অবলা পশু পাখির আহার,
কে বলেছে আমি সুস্থ ! মস্তিষ্ক বিকৃত আমার।
তোমরা খুঁজে বেড়াও অপরের দোষ,
আলোচনা, সমালোচনা আর যত মিথ্যাচার,
আমি সত্যিই বোকা, রাতে ঘুম হয়না আমার!
তোমরা করবে নেশা, সুদ,ইজ্জত হানী আর অবাধ যৌনাচার,
আমি অপরের সন্মান বাঁচাই না কখনো,
অথচ যা খাচ্ছি সব নিজের আর বাবার,
আমি সত্যিই বোকা,বোবা রাজকুমার।
তোমরা ঘুরে বেড়াবে অবাধ্য হয়ে,
অথচ সর্ব সম্মুখে পবিত্র ভালবাসা আমার,
হ্যাঁ আমি গণ্ডমূর্খ,কোন ধর্ম,হিতাহিত বুদ্ধি বা সমাজ নেই আমার ।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন