পারভেজ আহমেদ সাগর

কবিতা - প্রীতি

লেখক: পারভেজ আহমেদ সাগর

ভালবাসি তোমার ঐ মুখের হাসি
তোমার মায়ের মায়া মুখ,
তোমার বাবার উদারতায় দেখেই
ছুঁয়ে যায় আমার বুক।
ভালবাসি তোমার চোখের চাহুনি
তোমার মায়ের মমতা,
শত অপরাধ ক্ষমা করে দিতেন
অথচ কত ক্ষমতা।
ভালবাসি তোমার ছোট বোনটাকে
বাসার ইটের কণা,
তোমায় ভালবেসে প্রকাশ করবো
শত কবিতা রচনা।
চাও যদি তুমি দিয়ে দিতে পরবো
চিড়ে আমার বুক,
তবুও চাইবো তোমার মুখের হাসি
হৃদয় ভরা সুখ।
তোমার বোনের মায়া মুখে ভরা
চীরচেনা সেই হাসি,
অটুট থাকুক মুখের সেই হাসিটা
হাসিমুখ ভালবাসি।
ভালবাসি খুব তোমার মামা-মামীর
আদরের সব শাসন,
তোমার নানা-নানীকে দিয়ে দিয়েছি
হৃদয় মাঝে আসন।
দেখেছি অনেক খালামনির মুখের
মুচকি কিছু হাসি,
বুঝে ফেললো খালামনিও অবশেষে
ভাগ্নীকে ভালোবাসি।
খালামনি তুমি ভাগ্নীকে নিয়ে এসে
প্রেম করিয়ে দিও রোজ,
সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো
কিনে দিবো লেমন জুস।
মেনে নেবো আমি তোমাকে দেওয়া
সকল প্রতিশ্রুতি,
রবেনা সেসবের কোন অপূর্ণতাই
হবেনা কোন ভুল ত্রুটি।
ভালবাসি তোমার সকল কিছুকে
যা হবার হবে হউক,
সমনে তোমাকে না পেলেই বা কি
গ্যালারিতে দেখবো চোখ!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২০৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন