কবিতা - একটি গল্প লিখব বলে

মোরশেদ পারভেজ

একটি গল্প লিখব বলে-
বহুবার হাতে নিয়েছি কলম-
পেন্সিল-কীবোর্ড, হালের চৌকস ফোনের স্ক্রিন।
গল্প লেখা হয় না।
বহুবার আমি লিখতে চেয়েছি,
সমাজের প্রস্তচ্ছেদ, জীবনের ব্যবচ্ছেদ,
কিংবা ননসেন্স কোন গদ্য।
কাগজ কালির কমতি ছিলো না
ছিলো না কম কোন ব্যকরণ,
প্লট ছিলো- অবসর আর ব্যস্ত সময় ছিলো,
আরও ছিলো পড়াশোনা।
তবুও হয়নি লেখা কোনো গল্প আমার।
একটি গল্প লিখব বলে-
রাত জেগেছি কত, যেভাবে পেচারা জাগে।
চাঁদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
হাওয়া মেখেছি কত
উতলা-দক্ষিণা-পুবালী- চইতালি-
জনতার মাঝে-নির্জনতায় কাটিয়েছি
দিবা-রাতি,
একটি গল্প লিখব বলে।
প্রেম-অপ্রেম-দ্রোহের গল্প।
লোভ-ঘৃণা, আশা-হতাশার গল্প।
গল্প কেন লিখতে চাই? সেই গল্প।
জীবনের যে-কোন গল্প কেনো শেষে
কাব্য হয়ে যায়, সেই গল্প।

21-August-2023
Khulna

১৫৫
মন্তব্য করতে ক্লিক করুন