খুব ইচ্ছে ছিলো
নগর জুড়ে ঘুরে বেড়াবো, বেশুমার
রাস্তায় রাস্তায়, পার্কে, মাঠে-
জাদুঘর, ছিনেমাহল কিংবা পাবলিক লাইব্রেরীতে।
রোদ-ছায়া-বৃষ্টি, ধোয়া-ধুলো সব
মেখে বসে যাবো ফুটপাতে ক্লান্তিতে।
সময় পক্ষে ছিলো না।
নাকী ছিলো, ভেবে দেখা হয়নি আমার।
আজও সেই নগর আছে
আছে তার রাস্তা-ঘাট-মঠ-মন্দির
শুধু নেই সেই ইচ্ছেটা।
– ২৬-মে-২০২৪। উত্তরা,ঢাকা।

মন্তব্য করতে ক্লিক করুন