শব্দেরা ভুল ছিলো। ছিলো কি?
নাকি, আবেগটাই ছিলো।
আজ এতদিন পরে সেই হিসেব করাটা-ই
কি সবচেয়ে বড় ভুল নয়?
কত দিন পর? সৃষ্টির আদি থেকে যত দিন
প্রাকাশিত হয় সেই আবেগ। আবেগ,
নাকি ভুল?
১৭.১১.২১-হবিগঞ্জ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন