আলো নয়, আগুন চাই —
তন্দ্রা জাগিয়ে তুলুক পাঁজরে
জ্বলে উঠুক ভস্মরাঙা ঘুমের খাঁচা।
শীতল বৃষ্টি নয়, চাই বজ্রের ছোঁয়া —
আকাশের শিরা ফেটে যাক
প্রতিটি শব্দে রক্ত জেগে উঠুক,
অন্তঃস্থলের শব্দে জন্ম নিক বিদ্যুৎ।
ঝড় চাই, যেন প্রাচীন বৃক্ষের ভ্রূকুটি ভেঙে
মানবমুখী পাতা গজিয়ে ওঠে,
বিস্ময় হয়ে দাঁড়ায় সময়ের মুখোমুখি।
ঘূর্ণির নিশ্বাসে বোনা হোক গর্জনের গান,
ভূমিকম্পে ছিন্ন হোক স্থবিরতার পাঁজর,
একটি জলজ্যান্ত কান্না নিক জন্ম
গভীরতম নিস্তব্ধতার গর্ভে।

মন্তব্য করতে ক্লিক করুন