প্রসূন গোস্বামী

কবিতা - আলোর অর্ঘ্য

প্রসূন গোস্বামী

আলোর ধারা নামিয়া এল,
সকল আঁধার নাশে,
কেনরে মন মগ্ন র’স
অতীত স্মৃতির পাশে।
প্রদীপ শিখা নিত্য জাগে
আপন শিখার শুভ্র সাজে,
আজ উৎসবের বীণা বাজে
মুক্তির উল্লাসে।
কেনরে মন মগ্ন র’স
অতীত স্মৃতির পাশে।

যদি শুভ্র জ্যোতির্ময়তা
না ছুঁয়ে যায় কায়,
তবে কীসে হবে সফল
এই আলোরই দায়।
বিশ্বজনেরে শান্তিরে দান,
সিক্ত করো অমৃতের স্নান,
বেদনা সকল যাক রে ভেসে
শুভ্র সে বাতাসে।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন