প্রসূন গোস্বামী

কবিতা - আষাঢ়ের অভিশাপ

প্রসূন গোস্বামী

ধূসর আকাশ কাঁদে
অনাদি ক্রন্দনে,
মৃত্যুঘুম ঘেরা ভুবন
অতল বন্ধনে।
মেঘের জটায় বাঁধা
শৃঙ্খলিত শোক,
বজ্রাগ্নি ঝলকে ছিঁড়ে
কালের আলোক।
বিষাদ সিন্ধু গ্রাসে
সবুজের প্রাণ,
অজানা বিভীষিকা গায়
ম্লান গান।
জলের ফোঁটায় ঝরে
অদৃষ্টের ছায়া,
ভেঙে যায় পলে পলে
ভঙ্গুর কায়া।
কামরূপী মায়া নাচে
প্রেতের উন্মাদ,
মনসা ফুঁসে ওঠে,
অশুভ অবাধ।
রথের চাকাতে ঘোরে
নিয়তির ফাঁদ,
গুরু পূর্ণিমা কাঁদে,
নিষ্ফল আহ্লাদ।
অমাবস্যা আঁকে
গাঢ় মৃত্যুর চিত্র,
একাদশী জাগে শুধু
শূন্যতার মিত্র।
শস্যের মাঠে ফোটে
পচন বিষাদ,
অঙ্গারের ছায়ে মেশে
স্বপ্ন উন্মাদ।
আষাঢ়ের কোলে লীন
জন্ম-মৃত্যুচক্র,
কালের ঘূর্ণিতে ডোবে
অন্তিম বক্র।
শ্রাবণের পথে ভাসে
অনন্ত বিলাপ,
অস্তিত্বের ক্ষয়ে শুধু
আঁধার প্রলাপ।

পরে পড়বো
১২০
মন্তব্য করতে ক্লিক করুন