হলুদ চাদর গায়ে ঘুরে ফিরি পথে একা,
আজও কোনো অদ্ভুত কাজের মেলেনি দেখা।
আকাশ ভরা পেঁজা তুলো মেঘের ভিড়,
বাতাসেতে আগমনীর সুর করে স্থির।
পূজার আশা যেন জোছনারই মায়া,
আসলে তো সবটাই আলো-ছায়ার কায়া।
তবু বলি, ‘হোক শুভ আগমনীর ধ্বনি’,
কেমন আছ? বলো, নীরবে শুনি।
১৩১

মন্তব্য করতে ক্লিক করুন