প্রসূন গোস্বামী

কবিতা - চাঁদের হাসি ও পূজার বাঁশি

প্রসূন গোস্বামী
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ অন্যান্য কবিতা

​হলুদ চাদর গায়ে ঘুরে ফিরি পথে একা,
আজও কোনো অদ্ভুত কাজের মেলেনি দেখা।
আকাশ ভরা পেঁজা তুলো মেঘের ভিড়,
বাতাসেতে আগমনীর সুর করে স্থির।
পূজার আশা যেন জোছনারই মায়া,
আসলে তো সবটাই আলো-ছায়ার কায়া।
তবু বলি, ‘হোক শুভ আগমনীর ধ্বনি’,
কেমন আছ? বলো, নীরবে শুনি।

পরে পড়বো
১৩২
মন্তব্য করতে ক্লিক করুন