ভোট এলে পরে, ঘরে ঘরে ফেরে, বলে কত কথা,
সেবকের বেশে, হাসিমুখে এসে, দূর করে ব্যথা।
মুখে মধু ঝরে, কত আশা করে, হবে সব ভালো,
নতুন প্রভাতে, আলো হাতে হাতে, জ্বলবে যে আলো।

ভোট এলে পরে, ঘরে ঘরে ফেরে, বলে কত কথা,
সেবকের বেশে, হাসিমুখে এসে, দূর করে ব্যথা।

বাহবা বাহবা – কেল্লা ফতে তো – জিতে গেছে ফের!
দেখিব কী করে – সেবার বাহানা – আছে তার ঢের।
ভোট এলে পরে, ঘরে ঘরে ফেরে, বলে কত কথা,
সেবকের বেশে, হাসিমুখে এসে, দূর করে ব্যথা।

ওই তো ওখানে, জনস্রোত টানে, হাতে করে ফুল;
নেতা যদি আসে, হাসে আর ভাসে, তার তো নেই ভুল!
ভোট এলে পরে, ঘরে ঘরে ফেরে, বলে কত কথা,
সেবকের বেশে, হাসিমুখে এসে, দূর করে ব্যথা।

কথা দিয়ে শেষে, ভুলে যায় এসে, যেই হয় জয়;
কাজ না করে তার, শুধুই প্রচার, দিন-রাত রয়!
ভোট এলে পরে, ঘরে ঘরে ফেরে, বলে কত কথা,
সেবকের বেশে, হাসিমুখে এসে, দূর করে ব্যথা।

পরে পড়বো
৬৪
মন্তব্য করতে ক্লিক করুন