যেথা আঁধার জাগে, নীরবতা বোনে জাল,
তুমি কেন সেথা মূর্তি নীরব, কেন নিরাসক্ত কাল?
অনাচারের বীজে যদি না ফোটে ক্রোধের রক্তগোলাপ,
তবে জেনে রেখো, সেথা তুমি শুধু বাড়াও অভিশাপ।
হাতির পায়ে যখন পিষ্ট হয় ক্ষুদ্রাদপি ইঁদুরের শ্বাস,
তোমার নীরবতা তখন শুধু নির্মম উপহাস।
ইঁদুরের চিৎকারে যদি না ওঠে তোমার বুক কেঁপে,
তবে তোমার মানবতা, সে তো এক পঙ্গু ছায়া, মিথ্যে মাপে।

পরে পড়বো
৬৪
মন্তব্য করতে ক্লিক করুন