ঘোর আঁধারে মন রে ডোবা,
মিথ্যে মায়ার আজব শোভা।
ধর্মশাস্ত্রের পাতায় পাতায়,
জ্ঞান যেখানে ঘুমিয়ে কাদায়।
নেই সেথায় বিজ্ঞানের লেশ,
শুধু আঁধার আর বিদ্বেষ।
এসো সবে আলোর টানে,
মুক্ত করো আপন প্রাণে।
স্বপ্ন দেখো নবীন সুখে,
মুক্তির বাণী বাজুক মুখে।
সত্যের আলোয় ধুইয়ে মন,
মুক্ত করো এই ভুবন।
আজকে যখন সময় এল,
পুরনো জঞ্জাল সব গেল।
নেই সে কথার ভিত্তি রে ভাই,
নেই সে কথার যুক্তি তাই।
নিজেকে আজ নতুন করে,
ভাসিয়ে দেবো যুক্তির ঘোরে।
ছাড়লে আঁধার থামায় কে?
আজকে ঠেকায় আমায় কে?
আজকে যখন মনের মাঝে,
যুক্তির তরি জোয়ারে সাজে—
সত্য-মিথ্যার ধন্দে ধাঁই,
আলোয় কাটে আঁধার তাই।
জ্ঞানের প্রদীপ জ্বলে যখন,
মুক্ত হয় যে সব বারণ।
মনের গোপন কুঠুরিতে,
আলো ফোটে যুক্তিতে।
বদ্ধ দুয়ার যায় যে খুলে,
আঁধার ছোটে সব ভুলে।
মিথ্যে মায়ার বাঁধন ছিঁড়ে,
নতুন জীবন গড়ব ফিরে।
আদিম কালের ভুল সে সব,
যুক্তি এখন কলরব।
ভাঙব এবার ভয়ের ঘোর,
জ্ঞানের আলোয় খুলবে দোর।
ধন্যবাদ, প্রিয় কবি।
বাস্তব জীবনের চিত্র সহ অসাধারণ লিখনি।
লেখা ই মনের ভাব প্রকাশ করে না বলা কাথা গুলো।
ধন্যবাদ, প্রিয় কবি।