অন্ধকারের আমি এবং অন্ধকারে তুমি
দুজনেই আজ ভাগ করেছি ধুলোবালির ভূমি।
রক্তে আমার গহন নদী, রক্তে তোমার বিষ
কে কার ঘায়ে মরছে অবিরল, কে দেয় আহা শিস?
ভাঙার কারিগর আমি এবং ভাঙার কারিগর তুমি
শূন্যে ঝুলে দেখছি চেনা নীলিমার মায়াবী মৌসুমি।
শিকড় টানে মাটির নিচে, আকাশ ডাকে দূরে
আমরা কেবল আটকে আছি মিথ্যে কথার সুরে।
অরণ্য আজ আমি এবং অরণ্য আজ তুমি
স্বপ্ন দেখার ছলে কেবল মরুর বালি চুমি।
শহর গিলে খাচ্ছে চরাচর, শহর গিলে প্রাণ—
কে গায় তবে ধ্বংসস্তূপে বসন্তেরই গান?
আমিই সেই ধূসর পথিক, তুমিই সেই পথ
থমকে গেছে অমোঘ কালোর লোহার মহরৎ।
তবুও আমি তোমার মাঝে, আমার মাঝে তুমি—
জেগে আছে এক বিষাদমাখা তপ্ত পোড়াজমি।

মন্তব্য করতে ক্লিক করুন