প্রসূন গোস্বামী

কবিতা - পাণ্ডুলিপি নয়, আগুন হও

প্রসূন গোস্বামী
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ অন্যান্য কবিতা

পাণ্ডুলিপি হয়ো না…
আগুন হও!
হারানো পাণ্ডুলিপি হয়ো না আর—
আর যেন কোনো দুঃসংবাদ না শুনি।

তোমার ভাবনা গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাসে…
তোমার দর্শন যেন আর না হারিয়ে যায় কোনো বাঙালির হাতে।

আরে বাপু, দার্শনিক হয়ো না—
বরং খুনী হও!
হত্যা করতে আসা ঈশ্বরের নাম কেটে ধরিয়ে দাও হাতে,
অথবা ঝুলিয়ে দাও বুলেটের খোসা…
খোকারা এখন চুষতে থাক তাদের ধর্মের ধ্বজা,
গিলতে থাক অন্ধকারের রস।

পাণ্ডুলিপি হয়ো না—
পারো তো আগুন হও!
পুড়িয়ে দাও দেশীয় ঘাতকের জট,
পারো তো ওদের অন্ধত্ব নষ্ট করো।

লোকে বলবে, ছি ছি…
বলুক!
ভালো হওয়ার দরকার নেই।

সহস্র বছর তুমি সহিষ্ণু ছিলে—
এবার একটু মন্দ হও।

পরে পড়বো
৪৭
মন্তব্য করতে ক্লিক করুন