কেউ কি জানো কোথায় সেথায় নিত্য নতুন রূপ?
নতুন ভোরে পুরোনো পথ কেনইবা চুপ?
সূর্য কেন বদলায় তার ক্ষণিক পথের ধারা?
চন্দ্রমা কেন প্রতি রাতে হয় কখনো হারা?
নদীর কেন ঢেউয়ে ঢেউয়ে নতুন স্রোতের টান?
ফুলে কেন আসে আবার নতুন সুরের গান?
শিশিরবিন্দু পাতায় কেন নতুন রূপে সাজে?
উড়ন্ত মেঘ কেন আকাশেই নতুন রঙে বাজে?
শরৎ শেষে শীতের কাঁপুনি, কেনইবা সে আসে?
হেমন্তে কেন নতুন ধানে নতুন সুধা ভাসে?
সমুদ্র কেন নীরব থাকে নতুন আলোর আশায়?
পাখির ডানায় নতুন সুর কেন যে শোনা যায়?
মানুষ কেন নতুন স্বপ্নে বাঁধছে তার ঘর?
নতুন চোখে চায় কেন সে নতুন করে পর?
পুরাতনের শিকল ভেঙে কেন সে যায় দূরে?
এমন কেন হয় তা কেউ বলতে পারো মোরে?

মন্তব্য করতে ক্লিক করুন