জগৎ মাঝে পরিবর্তন যারা চায়,
শুরুটা হোক নিজের থেকে, তাদেরই বেলায়।
ভেঙে ফেলো মনের যত পুরনো বাঁধন,
তবেই না হবে নতুন আলোর উন্মোচন।
নিজেকে আগে জয় করো, করো আলোকিত,
তবেই বিশ্বকে জয় করার পথ হবে উন্মুক্ত।
সবার আগে নিজেকে করো শক্তিশালী,
তারপরেই তুমি হবে বিশ্বের দিশারি।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন