মূলকে যদি করো ঘৃণা
তাহলে কেন ভাই,
ছায়ার তলে বৃক্ষপানে
মায়ায় জড়াও ছাই?
আকাশছোঁয়া মহীরুহের
পত্র-কুঞ্জখানি,
শিকড়ে যার তিক্ত বিষ
সে কি আর হয় জানি?
ফলটি তোমার মিষ্টি লাগে
আঠার মাঝে মধু,
মূলটা যার ঘৃণার আচে
জ্বলে, বোঝোনি কি কভু?
জলটি তোমার মিষ্টি লাগে
মাটির কোণে তলে,
যে মাটি তার প্রাণ সঞ্চারে
সে মাটি কি আর বলে?
বৃক্ষ তোমার প্রাণদায়ী
জানি সবই ভালো,
যে মাটির কোণে তার প্রাণ
তাকে কেন আর ভুলো?
০
১
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
শুভ জন্মদিন । আপনি তো মন্তব্য বন্দ করে দিয়েছেন । যোগাযোগ রাখবেন ।
ধন্যবাদ, প্রিয় কবি।