প্রসূন গোস্বামী

কবিতা - শুভক্ষণে আঁকি আল্পনা

প্রসূন গোস্বামী

নিঃশব্দে, গৃহকোণে,
কে দেখে রে
সে মধুর আয়োজন।
পূর্ণ ক্ষণ?
ছায়াখানি মগ্ন তার দুই নেত্রকোণে—
হেরে সেই শুভ দৃষ্টিপাতে;
ভায়ের আপন
সোহাগের বুনন।

দুই কন্যে কীসে আজ মগ্ন গৃহমাঝে—
দাদাভাই-কাজে।
কী তারে পরাবে গানে?
শুভেচ্ছার টানে?
শঙ্খ বাজে, সিঁদুর-ছোঁওয়া কপালে যে আজ,
আলো করে সাজ।
তাদের পরশ-সুধা আজীবন রবে অক্ষয়।
এ যে নয়
ফুলের ক্ষণস্থায়ী আশ্রয়।

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন