তিন দিনের মৃত্যু সার্টিফিকেট / কাগজের টুকরোয় লেখা
একা—
হঠাৎ এক প্রশ্ন। তোমার ঠোঁটে। ভাসমান।
“তিন দিন বাঁচলে কী করবে?”
তুমি বলো, “গুলি করব নিজেকে” / এবং আকাশটা
ভেঙে। পড়ে।
চুম্বন দিই। বিছানায় শুয়ে। তোমার হৃদয়ে মিথ্যার আঁধার
ভোর আমাদের বিচ্ছিন্ন করে দেয়
কোনো শব্দ নেই, তবু বিদায়ের ধ্বনি শোনা যায় হাহাকার…
আমি ভেবেছিলাম—
চিরকাল
সত্য
লুকাবো
অভিশপ্ত রোগের পর
তুমি এসে আমাকে খুঁজে পাবে / শিকারির মতো
গোলাপ + চিঠি + মৃত্যু = আমি
এটাই ফাইনাল। বাকি সব মায়া—
হাসপাতালের সিলিং, টিউমারের ব্যথা, অক্সিজেন
আমার গোপনতা, লাইফের লাস্ট চ্যাপ্টার
যন্ত্রণার টাইম = এন্ড
এখন শান্তি এসেছে
আমি রিটার্ন করি সেই রুমে / প্রতি জন্মে
তুমি আমাকে ফলো করেছিলে
বন্দুকের নলে
এই ইমর্টাল লাভ = ফর এভার…
২১৭

মন্তব্য করতে ক্লিক করুন