প্রসূন গোস্বামী

কবিতা - উকিল পান্না আর আজব মামলা

প্রসূন গোস্বামী

উকিল পান্না চশমা আঁটা, মুখে তার হাসি,
মামলাগুলো দেখে যেন, রোজই সে উদাসী।
কেস যত সব আজেবাজে, আসে যত দূর,
ফাইল খুলে পান্না হাঁকেন, “আসলটা তো নূর!”

কেউ এনেছে মুরগি-চুরি, কেউ এনেছে জুতো,
পান্না বলেন, “ঐ যে দেখো, ছাগলে খাচ্ছে সুতো!”
বিবাদী কয়, “এ কি কথা, মামলা আমার জমি?”
পান্না হাসেন, “জমি কোথায়? পুকুরেতে কুমির তুমি!”

এক মক্কেল কাঁদে এসে, “হারিয়েছি আমার মান!”
পান্না বলেন, “মান কি ভোজ্য? দাও তো একখানা পান।
মানের সাথে মামলার ভার, মাথায় উঠে যায়,
বরং তুমি চাঁদের বাড়ি, ভাড়া নিয়ে রও হেথায়!”

সবাই ভাবে, উকিল বুঝি, সব ভুলেছে আজ—
আসলে সে তো লুকিয়ে হাসে, করে এমন কাজ।
তাই বলি ভাই, পান্না হলে, সব কথাই ফেনা—
আসল কথা বুঝবে না কেউ, আসল কথাও কেনা!

পরে পড়বো
৭৩
মন্তব্য করতে ক্লিক করুন