মা ও মা
শেখ মোজাম্মেল হক রুবেল
মাগো আমি কত দিন দেখিনা তোমার সেই মায়াবী মুখ খানা! বুকটা আমার করে ছটফট
তোমার হাতের খাবার আর আদর মাখা মূহুর্ত
আমি আজ কতদিন ধরে পায়না,
তা আমাকে কাঁদায় মা’ গো ও মা।
মা’ গো তোমার হাতের সেই মধুর শাসন আমি আর পায়না, মনটা শুধু-ই কাঁদে
তুমি মা আমার স্বর্গ তুমি-ই সব।
তোমায় মা ডাকলে জুড়িয়ে যায় আমার অশান্ত মন
তোমার নামে এত শান্তি ত্রিভুবনে নেই।
মা’ গো তোমায় ভালোবাসি তোমায় নিয়ে ভাবি
ত্রিভুবনে শুধু তোমাকে-ই চাই।
মা ও মা, মা’ গো ও মা।
তোমার হাতের খাবার আর আদর মাখা মূহুর্ত
আমি আজ কতদিন ধরে পায়না,
তা আমাকে কাঁদায় মা’ গো ও মা।
মা’ গো তোমার হাতের সেই মধুর শাসন আমি আর পায়না, মনটা শুধু-ই কাঁদে
তুমি মা আমার স্বর্গ তুমি-ই সব।
তোমায় মা ডাকলে জুড়িয়ে যায় আমার অশান্ত মন
তোমার নামে এত শান্তি ত্রিভুবনে নেই।
মা’ গো তোমায় ভালোবাসি তোমায় নিয়ে ভাবি
ত্রিভুবনে শুধু তোমাকে-ই চাই।
মা ও মা, মা’ গো ও মা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন