ব্যর্থ মানুষ

প্রবর রিপন প্রবর রিপন

আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ,
তোমার থেকে দূরে যাওয়া হলো না এখনো
কাউকে খুন করা হলো না এমনকি নিজেকেও;
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
এতই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার।
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ,
আঙ্গুলের স্পর্শে সমুদ্রকে করি মরুভূমি,
সিংহ পুষতে গিয়ে নিজেই হলাম মরা ইঁদুর,
শুশ্রুষায় গিয়ে নার্সদের বানালাম রোগী,
অনেক চেষ্টা করেও হতে পারিনি উঁচু বিল্ডিং;
আমি এতই ব্যর্থ যে
হতে পারিনি কোনো ব্যাংকের গেটে বাঁধা কুকুর।
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
রাস্তার ঝাড়ুদার ঝাড় দিয়ে ফেলে দিলো নর্দমায়,
তীর্থরা আমার কঙ্কাল দেখে ডুব দিলো মরণগঙ্গায়;
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
তাই পাতার পোশাকের চেয়ে শেকল তোমার প্রিয়,
আমি প্রচণ্ড ব্যর্থ পাখি
ডানা খুলে রেখে উড়তে চেয়েছি তোমার সাথে;
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
কেননা নিজেকে বোকা বানানোর জন্য
মানুষের হাতে থাকে আস্ত একটা জীবন।
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
গিটার বেচে দাঁড়ালাম লবণের দোকানের লাইনে
গান শুকিয়ে গিয়েছিলো আমার কণ্ঠে,
যেমন গ্রীস্মে লবণ শুকিয়ে যায় মাটির আড়ালে ।
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
রাণীর তেলমাখানো শরীরে হতে পারিনি বানর
অঙ্কও মেলেনি, পড়ে আছি দুরূহ অঙ্কের ভুল কবরে;
তোমার কাছে যাবার সময় পারিনি পেছনে ছুরি লুকোতে
বরং আমাকে দেখতে ধারালো ছুরির মতই লাগছিলো!
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
সমুদ্রসারস দেখে বলতে পারিনি “আহ্! কি সুস্বাদু মাংস!”
হিমালয়ের গ্লেসিয়ারের দিকে তাকাতে পারিনি অগ্নিদৃষ্টিতে,
আমাকে এবার নিশ্চয় ভেসে যেতে হবে এই অপরাধে;
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
শেয়ারবাজারে নেই আমার আত্মার কোনো শেয়ার,
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
এখনো হতে পারিনি কোনো রাজার ঘাতক
ভ্যানগগের খুনী পিস্তলের সাথেও হলো না তো বন্ধুত্ব।
আমি ব্যর্থ, ব্যর্থ, প্রচণ্ড ব্যর্থ মানুষ
এতই ব্যর্থ যে ব্যর্থতাই একমাত্র সফলতা আমার;
ব্যর্থতা থেকে আমাকে মুক্তি দিতে যে ছুরি দিয়ে
তুমি চেষ্টা করো মেরে ফেলতে আমাকে;
তুমি চলে যাওয়ার পর সেই ছুরি দিয়ে
শল্যবিদের মতো বাঁচিয়ে তুলি নিজেকে
আর এই আকাঙ্ক্ষাই চূড়ান্ত ব্যর্থ করে আমাকে।
আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ
একদিন সেই ছুরি দিয়ে নিজেকে কেটে টুকরো টুকরো করে
তুলে দেবো তোমার রাতের খাবার টেবিলে,
তুমি টের পাবে ব্যর্থ মানুষের মাংসের কি দারুণ স্বাদ!
আর আমি টের পাবো এক প্রচণ্ড ব্যর্থ মানুষ
কারো পাকস্থলীর জারক রসে কিভাবে নিঃশেষ হয়ে যায়!

আবৃত্তি করেছেন: সামস রবি

এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৫৭৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন