আমার একমাত্র অভিপ্রায় ছিল
এই সভ্যতার বিচিত্র সব নোংরামী
মানচিত্রে ফুটিয়ে তোলা ৷

প্রতিটি দ্রাঘিমা রেখায় দিতাম ওদের
নাটকীয়তা, শোষণ আর জবরদস্তির
চিহ্ন; গেঁথে দিতাম কিছু প্রতিচ্ছবি ৷

মানচিত্রের বুকে উজ্জল রঙে
লেজুড়বৃত্তির মুখোশ আকঁতাম ৷
যা দেখে একবিংশ শতাব্দীর পর
প্রজন্ম শুধু আতঁকে উঠতো না;
বীভৎস মুখোশে স্বচ্ছ ভাবে
বাঁচার পথ পেত ৷

১১৮
মন্তব্য করতে ক্লিক করুন