রবীন্দ্রনাথ দাস

কবিতা - আতঙ্ক

লেখক: রবীন্দ্রনাথ দাস

আঁকতে বসি দিনের ছবি
ধূসর দেখি সবখানে,
সত্য ছবি উঠবে জেগে
পা ফেলি খুব সাবধানে।

বাঁচতে হবে এই সমাজে
দ্বন্দ্বেতে কি লাভ তাতে,
অনাহারে থাকলে ঘরে
কেউ দেবে না ভাত পাতে।

তীর্যক দৃষ্টি পড়বে তখন
কেউ যাবে না পাশ ঘেঁষে,
থাকতে হবে ঘরের কোনে
হয়ে শুধু একপেশে।

জ্ঞানের কথা আসবে ভেসে
ধরবো কষ্টে কান চেপে,
যন্ত্রণাতে শৌর্য বীর্য
উঠবে তখন খুব ক্ষেপে।

একলা হয়ে লড়াই করা
এই সমাজে কঠিন কাজ,
সইতে হবে কষ্ট করে
গুমরে থেকে নিজের লাজ।

জাগবে যেদিন সচেতন মন
প্রভাত রবির হাত ধরে,
পটের ছবি উঠবে জেগে
স্পষ্ট হবে তার ক’রে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন