আমি তাকে বললাম,
মাঝ রাতে তোমার যে ছবি আঁকি
নিঃশব্দে তা বলতে পারি না,
ঝিঁ ঝিঁ পোকার সুরের মূর্ছনার
মধ্যে তবুও আঁকতে থাকি।
রূপের স্নিগ্ধ প্রকাশ, সাথে সহচরী যারা
জোনাকির মতো থাকে ঘিরে,
এই অপলক দৃষ্টির মূল্য কি বোঝে
কেন এই প্রেমিক বিজনে গৃহ ছাড়া।
যত হেরি, তোমার রূপে ভাষা যাই ভুলে
মুগ্ধতা শুধু একরাশ নিয়ে,
মনের ক্যানভাসে ছবি আঁকি
স্মৃতির আগল পুরোটাই খুলে।
ভালোবাসায় অবিবর্ণ আমি, তবু তোমায়
বলতে পারিনি তুমি আমারি শুধুই আমারি।
শাশ্বত সৃষ্টির মাঝে তোমাকে দেখে,
ইচ্ছে হয় একটি গোলাপ রাখি খোঁপায়।
কিন্তু রাখতে পারিনি,
হয়তো তোমায় ভালোবাসি বলে।

মন্তব্য করতে ক্লিক করুন