রবীন্দ্রনাথ দাস

কবিতা - বিষাদে ভরা

লেখক: রবীন্দ্রনাথ দাস

দলছুট মেঘ দিশেহারা পথ
হতাশায় বাঁধে বুক,
নীল স্বপ্নেরা বিঁধেছে যে তীর
রক্ত ঝরায় সুখ।

হৃদয়ের তার ছিঁড়ে গিয়ে আজ
পায়না যে কোনো পথ,
আঁখি ভরা জল ঝরে যে অঝরে
সাজায়ে বিষাদে রথ।

জানালায় আশা দেখা দিয়ে যায়
অসীমের পথে যেতে,
আঘাতের পর আঘাত সহে সে
চলে যায় তবু মেতে।

এ বেদনা শুধু আপন হয়েছে
কেবা পাবে তার ভাগ,
সুর সাধনায় নতুন বীণায়
বাঁধা রবে সেই রাগ।

কোলাহল মুছে স্থির হতে চায়
দিগন্তে রবি লাল,
আশা লয়ে মনে নবীনের দলে
দেখা দেবে রবি কাল।

কতো যে কাহিনী রয়েছে হৃদয়ে
ভালো মন্দ-তে ভরা,
নিজের স্বার্থে রাখে যে পাতিয়া
ভরে নিতে চায় ঘরা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন