দিন গুলি সব হারিয়ে আজ
স্মৃতির পাতায় মন রাখি,
স্বর্ণযুগ শেষ অনেক আগেই
বসে আঁকি সেই পাখি।
চড়ুই শালিক ফাঁকি দিয়ে
উড়ে গেছে কোন শাখে,
সবুজ অঙ্গন ধূসর আজি
কেউ না ভুলে পা রাখে।
সবুজ সতেজ প্রাণের ধারায়
মাতাল ছিল জলরাশি,
শূন্য ঘরে একলা বসে
বাজাই আমি সেই বাঁশি।
ফিরবে না যে বাঁশির সুরে
স্বর্ণ যুগের দিন গুলি,
ক্যানভাসের ওই রঙের সাথে
আছে রাখা সেই তুলি।
বিরাম নিয়ে আঁকবে তারা
শেষের ছবি সেই স্থানে,
মনের কথার বর্ণমালায়
ভাসবে যখন মোর গানে।
ফিরবে না যে ফিরবে না সে
এখনি এই পথ দিয়ে,
রজনী সে থাকবে বসে
ভোরের আশায় দীপ নিয়ে।
মন্তব্য করতে ক্লিক করুন