সমস্ত গতিটা যেনো,
হঠাৎ থেমে গিয়েছে, —
থেমে গিয়েছে প্রতিবাদের ভাষা।
কিছু আর ভাববার অবকাশ নেই
সব চাওয়া-পাওয়া, পশ্চিম দিগন্তে
বিরল স্তব্ধতা।
হয়তো; অনেক কিছু হারিয়ে ফেলে আশাহত,
সামনে ধূসর আকাশ, —
নৈঃশব্দ্য একান্ত আপন,
একান্তই নিজের।
আশা আর হতাশার মাঝের জীবনে ভরাডুবি সব,
যোগ্য কাণ্ডারি চায় না সে আর।
আকাশে কালো মেঘের ঘনঘটা,
সৌদামিনীর রূপালী চাবুক,
তবু ডুবতে রাজি সাগরে,
জলের গভীরে তারও অতলে,
হারিয়ে গেছে যতো ভয়।
মন্তব্য করতে ক্লিক করুন