রবীন্দ্রনাথ দাস

কবিতা - জীবনানন্দের প্রতি

লেখক: রবীন্দ্রনাথ দাস

ঝরাপালকের মতো এলে,
তোমার রূপসী বাংলার ঘরে।
চলে গেলে অল্প বয়সে,
সাতটি তারার তিমির পরে।

তুমি কেন বহুদূরে সৃষ্টির তীরে
শেষ করে জীবনের সব লেনদেন,
দূর পৃথিবীর গন্ধে অঘ্রান প্রান্তরে
একা একা দেখিতেছ সমুদ্র সফেন।

কার প্রেমে পাগল ছিলে তুমি
বনলতা সেন, সুরঞ্জনা না সবিতা
না সুচেতনা ? কুড়ি বছর পরে
কে পড়েছিল তোমার সমগ্র কবিতা?

বেলা অবেলা কাল বেলায়,
ধূসর পাণ্ডুলিপির নীড়ে,
আবার কবে ফিরিবে তুমি,
তোমার ধানসিড়িটির তীরে।

এক মূহুর্ত সূর্যসাগরতীরে
করে নিয় মুখ আচমন,
অশ্বত্থ বটের পথে পথ হেঁটে
তোমারে করিতেছি স্মরণ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন