রবীন্দ্রনাথ দাস

কবিতা - কৃষি ও সমাজ

লেখক: রবীন্দ্রনাথ দাস

ফসল এখন ফলছে কতো
চোখ ধাঁধানো সব্জি ভাই,
ভাবছি না তো কৃষি নিয়ে
কেমন করে হচ্ছে তাই।

মন দিয়েছি বিনামূল্যে
কোথায় কতো পাওয়া যায়,
ভবিষ্য যে অন্ধকারে
তাই নিয়ে, নেই কোনো দায়।

সংস্কৃতির পথ সুগম হবে
বৃথাই মোদের গল্প যে,
মডিফায়েড ক্ষেতের ফসল
চিন্তিত নই আমরা যে।

কাটছি দেদার গাছের সারি
নষ্ট শিল্প মুখ বুজে,
গড়ছি ভেঙে অট্টালিকা
মরছি শুধু ফ্ল্যাট খুঁজে।

দুর্বিষহ সমাজের হাল
ভাবছি না কেউ সেই নিয়ে,
অঙ্ক কষতে ব্যস্ত শুধু
ক্ষতির কথা বাদ দিয়ে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন