রবীন্দ্রনাথ দাস

কবিতা - স্থিরতা চায়

রবীন্দ্রনাথ দাস

আলো আঁধার ভালো মন্দ
গিরি প্রান্তর গুঞ্জনে,
কতো যে পথ পেরিয়ে আজ
বসেছি এই নির্জনে।

মধুর শব্দ মলয় বাতাস
তবু জানি নই একা,
জানি আমি বিশ্বের ঘরে
পাই যে আমি তার দেখা।

ব্রহ্মান্ডের এই ক্ষুদ্র ঘরে
দ্বেষ হিংসা যে অধর্মে,
বুদ্ধের বাণী শোনে শুধু
অশোক হারায় কুকর্মে।

মেঘেদের নেই কোনো সীমা
পাখিদের ও আছে কি?
মানুষের এই ভাগাভাগি
ধর্মের নামে গা সেঁকি।

নির্জনে এই বসে কেবল
চোখে দেখি আগামী,
কতো স্মৃতি নদীর স্রোতে
চলে পথে দূরগামী।

তবুও যে স্থিরতা চায়
অসীমের এই প্রান্তরে,
তোমরা আমায় যতোই বলো
এটা তোমার ভ্রান্ত রে।

পরে পড়বো
১৩৪
মন্তব্য করতে ক্লিক করুন